‘বাস্তবের হিরো’ খ্যাতি পাওয়া সেই নাঈমের জন্য পাঁচ হাজার ডলার পুরষ্কার ঘোষণা - Learn And Fun
demo-image

‘বাস্তবের হিরো’ খ্যাতি পাওয়া সেই নাঈমের জন্য পাঁচ হাজার ডলার পুরষ্কার ঘোষণা

Share This

অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল সেখানে যেন ব্যতিক্রম শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাঈমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহার স্বরূপ পাঁচ হাজার ডলার প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান ওমর ফারুক সামি। পাশাপাশি তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণেরও কথা জানালেন তিনি।
রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ছেঁড়া পাইপ চেপে ধরে পানি আটকিয়ে রাখার দৃশ্য এখন সবার মোবাইলের পর্দায় ভাসছে। কড়াইল বস্তির সেই শিশু নাইমের মানবিক কাজে খুশি হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী।
neilllllll
neilllllll
neilllllll
neilllllll
বাংলাদেশ টু’ডের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমানকে ওমর ফারুক সামি জানান, ‌আমি নাঈমের কাজে খুবই খুশি হয়েছি। নাঈম খুব কষ্ট করে লেখাপড়া করছে, সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছেপূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের পাঁচ হাজার ডলারও প্রদান করবো।
ওমর ফারুক সামির বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাজেশ্বর ইউনিয়নে। তার বাবার নাম জাফর ইকবাল কুনু মিয়া। দুই ভাই দুই বোনের পরিবারে তিনিই সবার বড়। তিনি যুক্তরাষ্ট্রের বস্টোনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স অ্যাসিস্টেন্ট হিসেবে তিনি কর্ম্রত আছেন।
এই বিষয়ে নাঈমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়েছে বলেও জানান এই যুক্তরাষ্ট্র প্রবাসী।
neilllllll
neilllllll
neilllllll
neilllllll
উল্লেখ্য, শিশু নাঈম ইসলাম কড়াইল বস্তি এলাকার বৌবাজারের রুহুল আমীনের ছেলে। বৌবাজারের আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাইম অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপের লিকেজে পলিথিন পেচিয়ে ধরে বসে ছিল। গতকাল থেকে সামাজিক মাধ্যমে সেই ছবিটি হয়েছে ভাইরাল। প্রশংসায় ভাসছে সে।
Comment Using!!

Pages