ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রস্তুতি - Learn And Fun

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রস্তুতি

Share This

এসি সার্কিটের ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন....................................
১। এ সি উৎপাদন করার প্রক্রিয়ার নাম কী ?
উত্তরঃ এসি জেনারেটর বা অল্টারনেটর ।
২। এ. সি’র কয়টি দিক ?
উত্তরঃ দুইটি
৩। সাইন ওয়েভ কোথা হতে শুরু হয় ?
উত্তরঃ জিরো মান থেকে ।
৪। ফ্রিকুয়েন্সি কী?
উত্তরঃ প্রতি সেকেন্ডে এসি পূর্ণ ওয়েভের সংখ্যা । f=1/T
৫। ফ্রিকুয়েন্সির একক কী?
উত্তরঃ হার্জ (Hz) বা সাইকেল/সেকেন্ড
৬। টাইম পিরিয়ড কী?
উত্তরঃ একটি পূণ’সাইকেল অতিক্রম করার এসি ওয়েভের সময়। T=1/f
৭। ফেজ এঙ্গেল কি?
উত্তরঃ দুইটি ভেক্টর রাশির অভিমুখের মধ্যবর্তী কোণ (এসি সার্কিটে Voltage ও Current এর মধ্যবর্তী কোণকে বুঝায়)।

৮।এ.সি’ র সমতুল্য ডি সির মানের নাম কী?
উত্তরঃ আর. এম. এম. ভ্যালু ।
৯। আর. এম. ভ্যালুর অপর নাম কী?
উত্তরঃ ইফেকটিভ ভ্যালু ।
১০। আর. এম. এম. ভ্যালুর সূত্র লিখ ?
উত্তরঃ(আর. এম. এম. ভ্যালু =0.707× পিক ভ্যালু ।)
১১। গড় মানের সূত্রটি লিখ ?
উত্তরঃ গড় মান = 0.636×পিক মান ।
১২। পিক ভ্যালু এবং কার্যকরী মানের সম্প’কটি লিখ ?
উত্তরঃ পিক ভ্যালু= 1.41× কার্যকরী মান ।
১২। সাইন ওয়েভে পিক ফ্যাক্টর এর মান কত?
উত্তরঃ 1.414
১৩। সাইন ওয়েভে ফরম ফ্যাক্টর এর মান কত?
উত্তরঃ 1.11
১৪। ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স সূত্রটি লিখ ?
উত্তরঃ XL = 2πfL, একক ওহম।
১৫। ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স কী?সূত্রটি লিখ ?
উত্তরঃ ক্যাপাসিটারে এসি প্রোবাহের বাধা। Xc=1/2πfC, একক ওহম।
১৬। ইম্পিড্যান্স কী দ্বরা প্রকাশ করা হয়?
উত্তরঃ Z, একক ওহম।
১৭। R-L-C সার্কিট ইম্পিড্যান্সর সূত্রটি লিখ ?
উত্তরঃ Z = R+J(XL-Xc)
১৮। রেজোন্যান্স এর কন্ডিশন কি?
উত্তরঃ XL= Xc
১৯। রেজোন্যান্স এর সময় পাওয়ার ফ্যাক্টর কত হয়?
উত্তরঃ 1 (ইউনিটি)
২০। এসিতে পাওয়ারের সুত্রগুলো কি কি?
উত্তরঃ Active power = VICosφ (W), Reactive Power = VISinφ (VAR), Apparent Power= VI (VA)

Pages