অসিলেটর কি?
ইহা একটি এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিট যার মাধ্যমে চাহিদা অনুসারে বিভিন্ন রেঞ্জের ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা যায়। ইহা মুলতঃ ডিসি সোর্স হতে প্রাপ্ত এনার্জিকে পরিবর্তনশীল আউটপুটে রুপান্তরিত করে। এই আউটপুট Sinusoidal বা Non Sinusoidal হয়ে থাকে।
ইহা একটি এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিট যার মাধ্যমে চাহিদা অনুসারে বিভিন্ন রেঞ্জের ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা যায়। ইহা মুলতঃ ডিসি সোর্স হতে প্রাপ্ত এনার্জিকে পরিবর্তনশীল আউটপুটে রুপান্তরিত করে। এই আউটপুট Sinusoidal বা Non Sinusoidal হয়ে থাকে।
বিভিন্ন ধরনের অসিলেটর-
ক্রিস্টাল অসিলেটর, হারটলি অসিলেটর, ফেজ-শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর, টিউন্ড অসিলেটর, কলপিটস অসিলেটর ইত্যাদি।
ক্রিস্টাল অসিলেটর, হারটলি অসিলেটর, ফেজ-শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর, টিউন্ড অসিলেটর, কলপিটস অসিলেটর ইত্যাদি।
ফিডব্যাক কি?
আউটপুট সার্কিট হতে সিগন্যালকে পুনরায় ব্যবহারের জন্য ইনপুটে সিগন্যাল দেয়াকে ফিড ব্যাক বলে।
আউটপুট সার্কিট হতে সিগন্যালকে পুনরায় ব্যবহারের জন্য ইনপুটে সিগন্যাল দেয়াকে ফিড ব্যাক বলে।
পজিটিভ ফিডব্যাক কি?
আউটপুটে ইনডাকটিভ লোড থাকলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে ইনফেজ হয়, ইহাতে ইনপুট সিগন্যাল বেড়ে যায় এরকম ফিডব্যাককে পজিটিভ ফিডব্যাক বলে। ইহাকে রিজেনারেশনও বলে।
আউটপুটে ইনডাকটিভ লোড থাকলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে ইনফেজ হয়, ইহাতে ইনপুট সিগন্যাল বেড়ে যায় এরকম ফিডব্যাককে পজিটিভ ফিডব্যাক বলে। ইহাকে রিজেনারেশনও বলে।
নেগেটিভ ফিডব্যাক কি?
আউটপুটে রেজিস্টিভ লোড থাকলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে ১৮০ আউট অফ ফেজ হয়, ইহাতে ইনপুট সিগন্যাল কমে যায় এরকম ফিডব্যাককে নেগেটিভ ফিডব্যাক বলে। ইহাকে ডিজেনারেশনও বলে।
আউটপুটে রেজিস্টিভ লোড থাকলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে ১৮০ আউট অফ ফেজ হয়, ইহাতে ইনপুট সিগন্যাল কমে যায় এরকম ফিডব্যাককে নেগেটিভ ফিডব্যাক বলে। ইহাকে ডিজেনারেশনও বলে।
ট্যাংক সার্কিট কি? এর ব্যবহার উল্লেখ কর।
অসিলেটর এর মেইন অংশ হচ্ছে ট্যাংক সার্কিট। ইহা এক ধরনের সার্কিট যা রিজেনারেটর এবং ফ্রিকুয়েন্সি নির্ধারণ করে। ইহা L-C সার্কিটের সমন্বয়ে গঠিত।
অসিলেটর সার্কিটে চারজিং ও ডিসচারজিং এর মাধ্যমে অসিলেশন করার জন্য ট্যাংক সার্কিট ব্যবহার করা হয়।
অসিলেটর এর মেইন অংশ হচ্ছে ট্যাংক সার্কিট। ইহা এক ধরনের সার্কিট যা রিজেনারেটর এবং ফ্রিকুয়েন্সি নির্ধারণ করে। ইহা L-C সার্কিটের সমন্বয়ে গঠিত।
অসিলেটর সার্কিটে চারজিং ও ডিসচারজিং এর মাধ্যমে অসিলেশন করার জন্য ট্যাংক সার্কিট ব্যবহার করা হয়।
এমপ্লিফায়ার
অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক এমন একটি ডিভাইস যার মাধ্যমে কোন দুর্বল বা ছোট সিগন্যালকে শক্তিশালী বা বড় সিগন্যালে রূপান্তরিত করা যায়।
অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক এমন একটি ডিভাইস যার মাধ্যমে কোন দুর্বল বা ছোট সিগন্যালকে শক্তিশালী বা বড় সিগন্যালে রূপান্তরিত করা যায়।
ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা। আর কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ।